চুরি–ছিনতাই বেড়েছে, নিয়ন্ত্রণে টহলে গুরুত্ব ডিএমপির

ছিনতাই
প্রতীকী ছবি

রাজধানীতে চুরি–ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। গত দুই বছরের মামলার পরিসংখ্যানে দেখা গেছে, গত ডিসেম্বর মাসে চুরি–ছিনতাইয়ের মামলা তার আগের বছরকে (২০২০ সাল) ছাড়িয়ে গেছে। সম্প্রতি রাজধানীতে যাত্রীবাহী পরিবহনে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি–ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকার প্রতিটি থানায় টহল ও চেকপোস্ট বাড়ানোর নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রোববার ডিএমপি কমিশনারের সভাপতিত্বে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গত ডিসেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিএমপির ৫০ থানার ওসি ও আটটি অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চুরি–ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে টহলের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। টহল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন কমিশনার। কর্মকর্তারা বলেন, একটি নির্দিষ্ট স্থানে প্রতিদিন না থেকে ঘুরে ঘুরে টহল দিতে হবে। চেকপোস্টগুলোতে সক্রিয় থেকে গাড়ি তল্লাশি করতে হবে।

সহকারী উপপরিদর্শকের (এএসআই) পরিবর্তে উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে টহল পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, চুরি–ছিনতাই প্রতিরোধে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, বিভিন্ন থানায় পুরোনো মামলার তদন্তের বিষয়ে কথা বলেছেন কমিশনার। মামলাগুলো কেন দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে, তার কারণ বের করে প্রয়োজনীয় পদক্ষেপ দিতে বলা হয়েছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুলিশ কর্মকর্তাদের সতর্ক থেকে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়ে কমিশনার শফিকুল ইসলাম বলেন, রাত আটটার পর দোকানপাট বন্ধ রাখতে হবে। রেস্তোরাঁগুলো ১০টা পর্যন্ত খোলা থাকবে।

রাজধানীর অভিজাত এলাকা, বিশেষ করে গুলশান–বনানী, উত্তরা ও ধানমন্ডি এলাকায় রাতে উঠতি বয়সী যুবকেরা বেশি গতিতে ও উচ্চ শব্দে গাড়ি চালান। বেশি গতিতে গাড়ি চালানোর কারণে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বনানীতে এক বিচারপতির ছেলের গাড়ির ধাক্কায় এক নারী সার্জেন্টের বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই রাতে বেশি গতিতে গাড়ি যাতে না চলে সেদিকে নজর দিতে বলেছেন কমিশনার।

ডিসেম্বর মাসের অপরাধ সভায় আটটি অপরাধ বিভাগের মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রথম হয়েছে মিরপুর বিভাগ ও শ্রেষ্ঠ থানা হয়েছে পল্লবী থানা। আর ৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছে গোয়েন্দা লালবাগ বিভাগ ও গোয়েন্দা গুলশান বিভাগ।