চোর-পুলিশের খেলা খেলতে চাই না: আতিকুল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম
ফাইল ছবি

সড়কে ট্রাক পার্কিং করার পর ভেতরে নিয়ে যাওয়ার কথা বললে নেওয়া হবে, আর না বললে সড়কে থাকবে। আবার সড়ক থেকে ট্রাক সরাতে পুলিশকে বলতে হবে। তারা সরানোর পর আবার ট্রাক সড়কে চলে আসবে। এভাবে আর চোর-পুলিশ খেলা খেলতে চান না ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, এর স্থায়ী সমাধান প্রয়োজন। এ জন্য তিনি তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পরিদর্শন করেছেন।

আজ বুধবার দুপুরে তেজগাঁও ট্রাক টার্মিনাল পরিদর্শনে এসে ২০ মিনিট অবস্থান করেন ডিএনসিসির মেয়র। এরপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে দেখা যায় সড়ক ট্রাকের দখলে। আমরা বললে আবার খালি হয়। এর একটা স্থায়ী সমাধান দরকার। আমার কাছে ট্রাকমালিক ও শ্রমিকনেতারা এসেছেন। এর স্থায়ী সমাধান করার জন্যই পরিদর্শনে এসেছি।’

জায়গাটি রেলওয়ের জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘রেলওয়ের কাছে চিঠি লিখে বলব ২১ বিঘা জমি আমাদের দিয়ে দেওয়ার জন্য। এরপর যদি আমরা একটি প্রকল্পের মাধ্যমে বহুতল পার্কিং–এর ব্যবস্থা করতে পারি। তাহলে একটা দীর্ঘস্থায়ী শৃঙ্খলার মধ্যে আনা যাবে।’ জায়গার মালিকানা হস্তান্তরের বিষয়ে প্রয়োজনে রেলমন্ত্রীর সঙ্গেও কথা বলবেন বলে জানান আতিকুল।

মেয়র আরও বলেন, ‘আমরা চোর–পুলিশের খেলা খেলতে চাই না। সুন্দর নগরী করতে চাই। পদ্মা সেতু দৃশ্যমান দেখতে পারলে কেন বাস ও ট্রাকস্ট্যান্ড নিয়ে দৃশ্যমান সুন্দর পরিকল্পনা করতে পারব না।’

আন্তজেলা বাস ঢাকায় ঢুকতে দেওয়া হবে না, একই ব্যবস্থাপনা ট্রাকের জন্য নেওয়া হবে কি না, এমন প্রশ্নে আতিকুল ইসলাম বলেন, ইন্টার সিটির ট্রাক এখানে থাকে। সারা বাংলাদেশের ট্রাক এখান থেকে মনিটরিং হচ্ছে। ট্রাক যদি এখানে রাখতেই হয়, তাহলে ব্যবস্থা করে দিতে হবে। আর সরাতে হলে যেখানে যাবে, তার স্থায়ী সমাধান করতে হবে।

এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।