ছাত্রদলের সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় মামলা

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ ডেকেছিল। তবে পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, গুলি, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় সেই কর্মসূচি শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়
ছবি: প্রথম আলো

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে।

গতকাল রোববার গভীর রাতে রাজধানীর শাহবাগ থানায় এই মামলা হয়। মামলায় আসামি হিসেবে ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোমেন।

দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেননি শাহবাগ থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রদল গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ ডেকেছিল। তবে পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল, গুলি, সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় সেই কর্মসূচি শেষ পর্যন্ত পণ্ড হয়ে যায়।

পুলিশের ভাষ্য, সমাবেশ করার জন্য ছাত্রদল কোনো অনুমতি নেয়নি। উল্টো ছাত্রদলের কয়েক নেতা-কর্মী সড়কে নেমে পুলিশের ওপর হামলা করেছে। এ ঘটনায় পুলিশের সাত থেকে আটজন সদস্য আহত হয়েছেন। ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে।

গত রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান বলেন, এই ঘটনায় সংগঠনের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীকে পুলিশ আটক করছে বলে তাঁরা খবর পেয়েছেন।

গ্রেপ্তার, পুলিশি হামলা ও সমাবেশ পণ্ড করার প্রতিবাদে আজ সোমবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রদল।