ছিনতাইকারীরা খুন করেন জাসদ নেতা হামিদুলকে

শাহবাগে ছুরিকাঘাতে নিহত হন হামিদুল ইসলাম
ফাইল ছবি

শাহবাগে ছুরিকাঘাতে হামিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়েছে, ছিনতাইকারীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গত শনিবার রাতে হামিদুল খুন হন।

হামিদুল ইসলাম নব্বইয়ের দশকের শুরু থেকে সেগুনবাগিচা এলাকায় কেবল টিভি নেটওয়ার্কের ব্যবসা করতেন। স্ত্রী–সন্তান নিয়ে থাকতেনও সেগুনবাগিচায়। হামিদুল ছিলেন জাসদের শাহবাগ থানা এলাকার সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সমবায়বিষয়ক সম্পাদক।

আজ সোমবার হামিদুল ইসলামের মেয়ের স্বামী মাকসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুরান ঢাকায় তাঁর শ্বশুরের কয়েকটি ফ্ল্যাট আছে। একজন তত্ত্বাবধায়ক ফ্ল্যাটগুলোর দেখাশোনা করেন ও ভাড়া তোলেন। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর শ্বশুর (হামিদুল) বাসা থেকে বেরিয়ে ওই তত্ত্বাবধায়কের সঙ্গে দেখা করতে যান। রাত সাড়ে আটটার দিকে ভাড়ার টাকা নিয়ে বাসায় ফেরার পথে খুন হন।

মাকসুদুর আরও বলেন, হামিদুলের পরিবার রাতে সংবাদমাধ্যমের খবর থেকে তাঁর মৃত্যুর খবর জানতে পারেন। রাত ১০টার পর সাধারণত বাইরে থাকতেন না হামিদুল, ফোনও কখনো বন্ধ রাখতেন না। অনেকবার ফোন করেও যখন ফোন ধরছিলেন না তিনি, তখনই খারাপ কিছুর আশঙ্কা করছিল পরিবার।