ছুরিকাঘাতে ‘ড্যান্সার শাকিল’ নিহত

রাজধানীর আবদুল্লাহপুরে ছুরিকাঘাতে আরেফিন শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

পুলিশ জানায়, শাকিল সপরিবার দক্ষিণখানের গোয়ালটেক এলাকায় থাকতেন। তাঁর বাবার নাম তাইজুল ইসলাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা রাত সাড়ে ১০টায় শাকিলকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই যুবক এলাকায় ‘ড্যান্সার শাকিল’ নামে পরিচিত ছিলেন। তিনি নাচ করতেন ও টিকটকের ভিডিও বানাতেন। পুলিশ জানতে পেরেছে, ভূঁইয়া সাব্বির নামের এক যুবক শাকিল ও তাঁর বান্ধবীকে দাওয়াত দিয়ে আবদুল্লাহপুরে নিয়ে গিয়েছিলেন। পরে তাঁরা কিছু একটা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন। সেখান থেকে একটি হাসপাতালের পেছনের গলিতে শাকিলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

ওসি মো. কামাল উদ্দিন বলেন, তবে কী নিয়ে শাকিলের সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, তাৎক্ষণিক তা জানতে পারেনি পুলিশ। ঘটনার পরপরই তারা হত্যাকাণ্ডের কারণ ও অভিযুক্তকে ধরতে মাঠে নেমেছে।