জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

রাহাত আরা রিমি
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা যান তিনি।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম রাহাত আরা রিমি (২০)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন আজ সোমবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।

ফারুক হোসেন বলেন, রিমি অসুস্থ ছিলেন। প্রায় এক বছর ধরে তিনি চিকিৎসার মধ্যে ছিলেন। গতকাল রোববার তাঁর খিঁচুনি ওঠে। সঙ্গে ছিল শ্বাসকষ্ট। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। পথে তাঁর রক্ত বমি শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রিমির সহপাঠীরা বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরই তিনি মারা যান।

সহপাঠীরা জানান, গতকাল রাতেই রিমির মরদেহ তাঁর নানির বাড়ি বগুড়ার দুপচাঁচিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে জানাজা শেষে আজ সকালে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।