জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকির অভিযোগ

শিক্ষক রাইসুল ইসলাম
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কেরানীগঞ্জের দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। বাসায় পানির পাম্প বসানোকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার জেরে এ দুজন তাঁকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

ওই শিক্ষকের নাম রাইসুল ইসলাম। নিজের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় আজ সোমবার ওই সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

রাইসুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার কেরানীগঞ্জের মাদারীপুর এলাকায় নিজ বাসায় একটি পানির পাম্প বসানোর সময় বাধা দেন আবদুল গাফফার ও মো. শাহজাহান নামের দুই ভাই। পরে তাঁরা তাঁকে মেরে ফেলার হুমকি দেন। পরদিন শনিবার আবার বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এসে হত্যার হুমকি দেন তাঁরা।

অভিযোগের বিষয়ে জানতে শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হত্যার হুমকি দেওয়ার বিষয়টি এড়িয়ে যান। তিনি প্রথম আলোকে বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির বাইরে থেকে আসার পর জানতে পারি, তাঁদের (রাইসুল ইসলাম) সাবমারসিবল পাম্প বসানোর সময় আমার মেয়ের গায়ে ইটের আঘাত লেগেছে।

বিষয়টি তাঁকে জানালে দুজনের মধ্যে সামান্য তর্কাতর্কি হয়। পরে স্থানীয়রা আমাদের মধ্যে মিলমিশ করে দিয়েছেন।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’