জগন্নাথে ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর রাজধানীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্য চত্বরে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের পাশাপাশি পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল আজ রোববার প্রথম আলোকে বলেন, ‘শনিবার থেকেই ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যরা পালাক্রমে ২৪ ঘণ্টা ভাস্কর্য চত্বরে অবস্থান করছেন। এ ছাড়া আমাদের নিজস্ব নিরাপত্তাকর্মীরাও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে লক্ষ রাখছেন। প্রধান ফটকের পাশেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের প্রধান ফটকের প্রবেশমুখে ‘৭১-এর গণহত্যা ও মুক্তিযুদ্ধের প্রস্তুতি’ ভাস্কর্যের সামনে দুজন পুলিশ সদস্য পাহারা দিচ্ছেন। অন্য পাশে ক্যাম্পাসের নিরাপত্তাকর্মীদের অবস্থান। ভাস্কর্য চত্বরে শিক্ষার্থীদের আড্ডা দিতে দেখা গেছে।

ক্যাম্পাসে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি ক্যাম্পাসে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যকে সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে।