জটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে শাহবাগে দুই ঘণ্টা অবরোধ

করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশছবি: সাইফুল ইসলাম

করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ। তাঁরা সেখানে বিক্ষোভ করেন।

আজ রোববার বেলা ১১টা ২০ মিনিটে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী। আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বেলা দেড়টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা৷

অবরোধের কারণে পল্টন থেকে কাঁটাবন ও শাহবাগ থেকে বাংলামোটর অভিমুখী মূল সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। তৈরি হয় যানজট। পরে শাহবাগ এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়৷

করোনাকালে সেশনজটহীন মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন দেশের সাধারণ মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ।
ছবি: সাইফুল ইসলাম

মেডিকেল ও ডেন্টালের শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে, করোনা মহামারিতে প্রফের (পরীক্ষা) বিকল্প, অনতিবিলম্বে সেশনজট দূর করতে পরবর্তী পর্যায়ের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, পরীক্ষা ও ক্লাসবিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করা।

শাহবাগ মোড়ে অবস্থানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেলের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘আমরা সেশনজটে পড়ে যাচ্ছি। করোনার মধ্যে আমরা পরীক্ষায় বসতে চাই না। তাই এবার বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাইছি।’

আমরা সেশনজটে পড়ে যাচ্ছি। করোনার মধ্যে আমরা পরীক্ষায় বসতে চাই না। তাই এবার বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চাইছি
মেডিকেল শিক্ষার্থী
শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ।
ছবি: সাইফুল ইসলাম

এই শিক্ষার্থী আরও বললেন, ‘১৯০টা আইটেম পরীক্ষা দেওয়ার পর আমরা কার্ডে বসার সুযোগ পাই। ১৮টা কার্ড দেওয়ার পর আমরা প্রফে বসার সুযোগ পাই। চলতি বর্ষে আমরা এ পর্যন্ত যেসব পরীক্ষা দিয়েছি, সেগুলোর ওপর মূল্যায়ন করে আমাদের প্রমোশন দিয়ে পরবর্তী ধাপের অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হোক।’