জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড উদ্বোধন, পরীক্ষার হলে শিক্ষার্থীরা

জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অতিথিরা। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২’
ছবি: আশরাফুল আলম

আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২’।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের আয়োজন করতে হয়েছে অনলাইনে। এ সময় শিক্ষার্থীরা কম্পিউটার ও স্মার্টফোনের মাধ্যমে ঘরে বসে অনলাইনে অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগের মতো দল বেঁধে আনন্দ-উচ্ছ্বাসে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।

ফিজিক্স অলিম্পিয়াডে শিক্ষার্থীরা
ছবি: আশরাফুল আলম

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি এ অলিম্পিয়াডের আয়োজন করে। সকালে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার সুবল লরেন্স রোজারিও। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন প্রথম আলোর যুব কর্মসূচি ও ইভেন্টসের প্রধান মুনির হাসান। ফিজিক্স অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ জাহাঙ্গীর।

শুভেচ্ছা বক্তব্যে মুনির হাসান বলেন, ‘সেই দেশ দ্রুত এগোচ্ছে, যারা জ্ঞান-বিজ্ঞানে ভালো৷ যাদের ভালো মানের বিজ্ঞানী, পদার্থবিদ ও গণিতবিদ রয়েছে। বাংলাদেশের লক্ষ্য বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া। এ জন্য তোমাদেরকেই লড়তে হবে।’

ফয়েজ আহমেদ বলেন, ‘গত দুই বছর সরাসরি ফিজিক্স অলিম্পিয়াড আয়োজন করা যায়নি। একসঙ্গে শিক্ষার্থীদের খোলা মাঠে জড়ো করতে পেরে ভালো লাগছে৷ এই শিক্ষার্থীদের হাত ধরেই বিজ্ঞানের যাত্রা এগিয়ে যাবে। কোনো শিক্ষার্থী গণিত ও ফিজিক্স অলিম্পিয়াডে ভালো করলে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয় তাদের খুঁজে নেয়।’

ফিজিক্স অলিম্পিয়াডে শিক্ষার্থীরা
ছবি: আশরাফুল আলম

অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করে ব্রাদার সুবল লরেন্স রোজারিও বলেন, ‘এই শিক্ষার্থীদের নিয়ে দেশ বড় স্বপ্ন দেখে। তোমরা দেশটাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে৷’
উদ্বোধন শেষে পরীক্ষার হলে চলে যান শিক্ষার্থীরা।

সকাল ১০টায় শুরু হয়েছে পরীক্ষা। এবার ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে অনলাইনে ১০ হাজার ৭৮০ শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের অনলাইনে বাছাই অলিম্পিয়াড ও আঞ্চলিক অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নিতে হয়েছে।

অনলাইন ও আঞ্চলিক অলিম্পিয়াডের বিজয়ী ৯৬০ শিক্ষার্থী এ বছরের জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফিজিক্স অলিম্পিয়াডে পরীক্ষা পর্ব ছাড়াও রয়েছে দিনব্যাপী নানা আয়োজন।

জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অতিথিরা। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে বেলুন উড়িয়ে শুরু হয়েছে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২২
ছবি: আশরাফুল আলম

উত্সবে খুদে পদার্থবিদদের উত্সাহ জোগাতে উপস্থিত থাকবেন ফিজিক্স অলিম্পিয়াড কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, উইমেনস ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ইয়াসমিন হক, র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমসহ দেশবরেণ্য পদার্থবিদ, গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকেরা।