জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম পেছানোর প্রতিবাদে শিক্ষার্থীদের সমাবেশ
ছবি: প্রথম আলো

১০ মার্চের মধ্যে সব পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট আছে। এর মধ্যে পরীক্ষা পেছানোর সিদ্ধান্তে শিক্ষার্থীরা হতাশ। তাঁরা চাকরির আবেদনের পরীক্ষায় পিছিয়ে পড়ছেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা একটার দিকে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন শিক্ষার্থীরা। পরীক্ষা কার্যক্রম পেছানোর প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে কথা বলেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মিনা আলামিন। তাঁর দুটি পরীক্ষা বাকি ছিল। তিনি বলেন, ‘হঠাৎ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছিল। আমাদের পরীক্ষা দিতে দিন। অনেক শিক্ষার্থী পরীক্ষার জন্য মেসে উঠেছেন। পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা বিপাকে আছেন।’

শিক্ষার্থীরা বলছেন, ২০২০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন থেকে চারটি পরীক্ষা বাকি ছিল। আর স্নাতকোত্তর পর্বের পরীক্ষা ২০১৯ সালে নেওয়ার কথা ছিল। করোনার কারণে তা বন্ধ হয়। পরে আবার এ বছরের শুরুতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরীক্ষা ঠিকভাবে চলছিলও। এর মধ্যে পরীক্ষা বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েছেন।

তেজগাঁও কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থীর বাসা রংপুরে। তিনি ঢাকাতে মেসে থাকেন। পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে হতাশ হয়ে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি বাসাভাড়া এক মাসের অ্যাডভান্স দিয়েছি। এখন পরীক্ষা স্থগিত। ঢাকায় থেকেও লাভ নেই। এমন সমস্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী।’

প্রতিবাদ সমাবেশে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, তেজগাঁও কলেজ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কথা হয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সজলের সঙ্গে। তিনি প্রথম আলো জানান, তাঁদের পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম চলছে। অথচ গত এক বছরে তাঁদের অনলাইনে কোনো ক্লাসই হয়নি।

শিক্ষার্থীরা বলছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবদিক দিয়ে অবহেলিত। তাঁদের বাকি থাকা পরীক্ষাগুলো ১০ মার্চের মধ্যে নেওয়া না হলে তাঁরা কঠোর আন্দোলনের কর্মসূচি দেবেন।