জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল রাখার দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল রাখার দাবি জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এই সিদ্ধান্ত বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবি জানান তাঁরা।

শিক্ষামন্ত্রী দীপু মনি গত সোমবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাদের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সোমবার বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা চলছিল।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিয়ে আসছিল। পরীক্ষা নেওয়ার ফলে সেশনজটের সংকট থেকে উত্তরণের পথ তৈরি হচ্ছিল। কিন্তু এখন পরীক্ষা স্থগিত করে দেওয়া হলো। দেশে এখন সব ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কার্যক্রম চলমান। এ অবস্থায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মিনা আল আমিন বলেন, ‘সরকারের প্রতি আমাদের আহ্বান, অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বহাল রাখা হোক।’
দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেন মিনা আল আমিন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী মোল্লা রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই সেশনজটে আমরা পিছিয়ে আছি, তার ওপর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আমাদের শিক্ষাজীবনকে আরও প্রলম্বিত করবে।’