জামিনে মুক্ত টোকন ঠাকুর

সরকারি দাবি আইনের মামলায় আদালতের হাজতখানা থেকে জামিনে মুক্তি পেলেন কবি টোকন ঠাকুর
ছবি: তানভীর আহমেদ

সরকারি দাবি আদায় আইনের মামলায় গ্রেপ্তার কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান এই আদেশ দেন। পরে তিনি মুক্তি পান।

টোকন ঠাকুরের আইনজীবী প্রকাশ বিশ্বাস প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, টোকন ঠাকুরকে দুই হাজার টাকা মুচলেকায় জামিন দেন আদালত। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের হাজতখানা থেকে মুক্তি দেওয়া হয় তাঁকে। গতকাল রাতে সরকারি সম্পত্তি তছরুপ (নষ্ট) করার অভিযোগে গ্রেপ্তার হন টোকন ঠাকুর।

সরকারি অনুদানের অর্থে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ‘কাঁটা’ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছিলেন টোকন ঠাকুর। ২০১২-১৩ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘কাঁটা’ ছবিটি। এ বছরের শুরুতে ছবিটির শুটিং শেষ বলে প্রথম আলোকে জানান পরিচালক টোকন ঠাকুর। পরিচালক জানান, ছবিটির সম্পাদনার কাজও প্রায় শেষ। শিগগিরই শুরু হবে ডাবিং ও আবহসংগীতের কাজ। এমনকি এই ছবি তৈরিতে তাঁর ১ কোটি ১৬ লাখ টাকা খরচ হয়েছে বলেও দাবি করেন তিনি।