টিএসসিতে হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ
ছবি: প্রথম আলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালের এই কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম ও সদস্যসচিব আমানউল্লাহর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর তাঁরা সেখানে সমাবেশ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাবার ও শিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গত মঙ্গলবার সকালে টিএসসি চত্বরে গিয়েছিল ছাত্রদল। কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ওপর হামলা করেন।

আজ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম বলেন, ‘টিএসসিতে প্রকাশ্যে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর যে পৈশাচিক হামলা চালিয়েছে ছাত্রলীগ, আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আমাদের ভাইদের রক্তের প্রতিশোধ নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলায় ছাত্রলীগকে রাজপথেই মোকাবিলা করবে ছাত্রদল। অবিলম্বে হামলায় জড়িত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন, খোরশেদ আলম, এইচ এম আবু জাফর, আবু সুফিয়ান, হাসান আল আরিফ, এস এম মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতারা অংশ নেন।