টিপু হত্যায় জড়িত হামলাকারী গ্রেপ্তার

জাহিদুল ইসলাম

ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় একজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক সূত্র বিষয়টি নিশ্চিত করে। এদিকে ঢাকা মহানগর পুলিশের এক খুদে বার্তায় জানানো হয়েছে, টিপু হত্যা মামলার অগ্রগতি নিয়ে আজ বেলা দেড়টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ততম সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। তিনি এ সময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন। গাড়ি যানজটে পড়ার পর মোটরসাইকেলে আসা হেলমেট পরা এক যুবক জাহিদুলকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় এলোপাতাড়ি গুলিতে জাহিদুলের গাড়িচালক মনির হোসেন এবং রিকশারোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে জাহিদুল ও সামিয়াকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চালক মনির হোসেন চিকিৎসা শেষে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছেন। জাহিদুলের গাড়ির পেছনের আসনে থাকা তাঁর দুই বন্ধু মিজানুর রহমান ও আবুল কালাম প্রাণে বেঁচে যান।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গুলিবর্ষণকারী ব্যক্তি একটি মোটরসাইকেলের পেছনে বসে ঘটনাস্থলে আসেন। মোটরসাইকেলচালক ও গুলিবর্ষণকারী ব্যক্তিকে চিহ্নিত করা গেছে।

আরও পড়ুন