টিসিবির ট্রাক সেলে ২৫ টাকায় মিলছে এক কেজি আলু

রাজধানীর বিজয় সরণিতে টিসিবির ট্রাক সেলে সরকার–নির্ধারিত মূল্য ৩৫ টাকায় বিক্রি হচ্ছে এক কেজি আলু। ঢাকা, ২০ অক্টোবরছবি: ড্রিঞ্জা চাম্বুগং

সরকার–নির্ধারিত মূল্য ২৫ টাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে রাজধানীর বিভিন্ন স্থানে আলু বিক্রি করা হচ্ছে। আজ বুধবার থেকে এই আলু বিক্রি কার্যক্রম টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে যুক্ত করা হয়।

সকালে রাজধানীর বিজয় সরণি এলাকায় গিয়ে দেখা যায়, তেজগাঁও জামে মসজিদসংলগ্ন পদচারী–সেতুর নিচে টিসিবির ডিলার কবির স্টোর নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা টিসিবির পণ্য বিক্রি করছেন। ট্রাকের সামনে নারী-পুরুষের প্রায় সমান দীর্ঘ সারি। একেকটি সারিতে ২৫ থেকে ৩০ জন দাঁড়িয়ে রয়েছেন। কথা বলে জানা গেল, তাঁদের কেউ কেউ এক ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।

পল্টনের বাসিন্দা রুহুল আমিন মিরপুর বিআরটিএতে একটি কাজে গিয়েছিলেন। ফেরার পথে ট্রাক সেল দেখতে পান। তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে তিনি তাঁর প্রয়োজনীয় কিছু পণ্য কেনেন।

টিসিবির ট্রাক সেলে চলছে পণ্য বিক্রি। ঢাকা, ২০ অক্টোবর
ছবি: ড্রিঞ্জা চাম্বুগং

রুহুল আমিন জানান, ট্রাক সেলে যেসব পণ্য পাওয়া যায়, যেমন: চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও আলু—সবই কিনেছেন। তার মোট ৬০৫ টাকা খরচ হয়েছে। আমিন বলেন, ‘এখানে কম দামে কিছু প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। তাই সুযোগ বুঝে এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম। আমার কিছু টাকা সাশ্রয় হয়েছে।’

তেজকুনিপাড়ার বাসিন্দা আকলিমা খাতুন বললেন, ‘আলু প্রতিদিন তরকারিতে কোনো না কোনোভাবে ব্যবহার করা যায়। এই আলুর দাম অনেক বেড়ে গেছে। আলুর দাম বেড়ে যাওয়ায় আমাদের মতো নিম্ন আয়ের মানুষের কষ্টটাও বেড়ে গেছে। আগে আলুভর্তা, আলুভাজি কিংবা ডাল দিয়ে কোনো এক বেলার খাবার খাওয়া যেত। এখন সেই আলু খাওয়ার জন্যও আগে চিন্তা করতে হচ্ছে।’

বিজয় সরণিতে টিসিবির পণ্য বিক্রি করছে নাখালপাড়ার কবির স্টোর নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রতিনিধি আকবর হোসেন জানান, তাঁদের প্রত্যেকের জন্য এক কেজি করে আলু বিক্রি করতে বলা হয়েছে। তাঁরা টিসিবির নির্দেশনা মোতাবেক আলু বিক্রি করছেন।

ট্রাক সেলে চিনি প্রতি কেজি ৫০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা, পেঁয়াজ প্রতি কেজি ৩০ টাকা ও সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে।

একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও তেলের ৫ লিটারের একটি বোতল নিতে পারেন।