টিসিবির মাধ্যমে পশুখাদ্য সরবরাহের দাবি

১০ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন
ছবি: হাসান রাজা

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে পশুখাদ্য সরবরাহ করে উচ্চমূল্যের লাগাম, বিদেশ থেকে মাংস আমদানি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

সংগঠনের অন্যান্য দাবির মধ্যে রয়েছে দুধের প্ল্যান্ট তৈরি বাড়ানো, অস্বাস্থ্যকর কনডেন্সড মিল্ক তৈরি বন্ধ, খামারিদের বিনা জামানতে কম সুদে ও সহজ শর্তে ব্যাংকঋণ দেওয়া, ডেইরি বোর্ড গঠন ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে দুধ ও মাংস উৎপাদনকারী খামারিদের সংখ্যা প্রায় আট লাখ। এই পেশার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটি মানুষ জড়িত। মাংস উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দুধ উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ এমরান প্রমুখ।