ট্রাকচালক-শ্রমিকদের বিক্ষোভ

নতুন সড়ক পরিবহন আইনের প্রতিবাদে আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ করেন ট্রাকচালক-শ্রমিকেরা। এ সময় তাঁরা সড়কে থাকা বিভিন্ন গণপরিবহনচালকদের লাঞ্ছিতও করেন। এর আগে নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ঐক্য পরিষদ।
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের করাসহ বিভিন্ন দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে বিক্ষোভ করেন। ছবি: সাজিদ হোসেন
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের করাসহ বিভিন্ন দাবিতে ট্রাক ও কাভার্ড ভ্যানের শ্রমিকেরা রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তার মোড়ে বিক্ষোভ করেন। ছবি: সাজিদ হোসেন
তেজগাঁও সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের শ্রমিকদের মিছিল। ছবি: দীপু মালাকার
তেজগাঁও সড়কে ট্রাক ও কাভার্ড ভ্যানের শ্রমিকদের মিছিল। ছবি: দীপু মালাকার
বিক্ষোভকারীরা অনেক গণপরিবহন আটকিয়ে চালকদের শাসাতে দেখা যায়। ছবি: দীপু মালাকার
বিক্ষোভকারীরা অনেক গণপরিবহন আটকিয়ে চালকদের শাসাতে দেখা যায়। ছবি: দীপু মালাকার
যান আটকাতে সড়কে বিক্ষোভকারীরা। ছবি: দীপু মালাকার
যান আটকাতে সড়কে বিক্ষোভকারীরা। ছবি: দীপু মালাকার
বিভিন্ন গণপরিবহনচালকদের সঙ্গে উদ্ধত আচরণ করেন অনেক বিক্ষোভকারী। ছবি: দীপু মালাকার
বিভিন্ন গণপরিবহনচালকদের সঙ্গে উদ্ধত আচরণ করেন অনেক বিক্ষোভকারী। ছবি: দীপু মালাকার
অনেকে চালকদের লাঞ্ছিত করতেও উদ্যত হন। ছবি: দীপু মালাকার
অনেকে চালকদের লাঞ্ছিত করতেও উদ্যত হন। ছবি: দীপু মালাকার