ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিমের নিয়োগ নিয়ে রিট খারিজ

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে নিয়োগ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাব ও নিয়োগপ্রক্রিয়ার বৈধতা নিয়ে করা রিটটি খারিজ হয়েছে।

আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করেন।

হাইকোর্টের একই বেঞ্চ গত ১৪ অক্টোবর রিটটির ওপর শুনানি নিয়ে ১৮ অক্টোবর (রোববার) আদেশের জন্য তারিখ রেখেছিলেন। সে অনুসারে আজ বিষয়টি হাইকোর্টের কার্যতালিকায় আসে।

আজ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস ও তানভীর আহমেদ। ঢাকা ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাছুম। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

পরে ঢাকা ওয়াসার আইনজীবী এ এম মাছুম প্রথম আলোকে বলেন, তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগের প্রস্তাবের বৈধতা নিয়ে রিটটি হয়। ইতিমধ্যে তাঁর নিয়োগের প্রস্তাব অনুমোদন পেয়ে গেছে। এ ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেনি। এ অবস্থায় আদালত রুল ইস্যু না করার অভিপ্রায় ব্যক্ত করেন। তখন রিট আবেদনকারীর আইনজীবী রিটটি ফেরতের আরজি জানান। আদালত তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। ফলে তাকসিমের নিয়োগ বৈধ। তিনি যথারীতি কাজ চালিয়ে যেতে পারবেন।

রিটকারীর আইনজীবী তানভীর আহমেদ বলেন, রিটকারীর সঙ্গে আলোচনা করে তাঁরা পরবর্তী আইনগত পদক্ষেপ নেবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক বাসিন্দা গত ২৪ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ওই রিট করেছিলেন। এরপর রিট আবেদনকারীপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক সপ্তাহ শুনানি মুলতবি করেছিলেন। তাকসিমকে ওয়াসার এমডি হিসেবে নিয়োগের প্রস্তাবে গত ১ অক্টোবর অনুমোদন দেওয়া হয়। এ অবস্থায় নিয়োগপ্রক্রিয়ার বৈধতা নিয়ে সম্পূরক আবেদন দিয়েছিল রিটকারীপক্ষ। গত ১৪ অক্টোবর এসব বিষয়ের ওপর শুনানি হয়।

গত ১৭ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়াসা বোর্ডের ৯৭ তম বোর্ড সভা আহ্বান করা হয়, যা ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য ছিল ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।

ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান
ছবি: সংগৃহীত

ওই বিষয় নিয়ে ‘ওয়াসার এমডি থাকছেন তাকসিমই’ ও ‘ঢাকা ওয়াসার এমডি তাকসিমের মেয়াদ আরও ৩ বছর বাড়ছে’ শিরোনামে গত ১৯ সেপ্টেম্বর গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

বিভিন্ন গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে নিয়োগপ্রস্তাবের বৈধতা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা খন্দকার মঞ্জুর মোরশেদ ওই রিট করেছিলেন। খন্দকার মঞ্জুর মোরশেদ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী।

ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে নিয়োগের অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো ঢাকা ওয়াসা বোর্ডের ১৯ সেপ্টেম্বরে প্রস্তাবসংক্রান্ত সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা হবে না—এ বিষয়ে রিটে রুল চাওয়া হয়েছিল। ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো নিয়োগের প্রস্তাবসংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তের কার্যক্রমও স্থগিত চাওয়া হয়েছিল রিটে।

সম্পূরক আবেদনে নিয়োগপ্রস্তাবে ১ অক্টোবর দেওয়া অনুমোদনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছিল।

রিটের পর আইনজীবী তানভীর আহমেদ বলেছিলেন, সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদ অনুসারে যেকোনো সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। কিন্তু এখানে সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না। একজনকে বারবার নিয়োগ দেওয়া হচ্ছে। ওয়াসার আইনে অনুসারে কোনো সভা আহ্বান করতে হলে তা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান করবেন। অথচ গত ১১ সেপ্টেম্বর ওয়াসার চেয়ারম্যান মারা যান। এমনকি এখানে কোনো ভাইস চেয়ারম্যানও নেই। তাই ওই বোর্ড সভা আহ্বান করা আইনসম্মত হয়নি।

ওয়াসার ২০১০ সালের চাকরিবিধি অনুসারে সরকার সরাসরি এমডির নিয়োগ দিতে পারবে। এ ক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া ও যাচাই-বাছাই কমিটি বাধ্যতামূলক, যা এ ক্ষেত্রে দেখা যাচ্ছে না—এসব যুক্তিতে রিটটি করা হয়েছিল।