ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চতুর্থ তলায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ছবি: দীপু মালাকার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১টা ৪৮ মিনিটে হাসপাতালের পুরোনো ভবনের জরুরি ভাগের চারতলায় আগুন লাগে। বেলা দুইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের মোহাম্মদ জাহিদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। অল্প সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

আগুন লাগার খবরে রোগীকে কোলে নিয়ে জরুরি বিভাগ ত্যাগ করছেন এক স্বজন
ছবি: দীপু মালাকার

ঢাকা মেডিকেল থেকে একজন প্রত্যক্ষদর্শী মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, আগুন বড় ছিল না। তবে সেখানে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী ও স্বজনেরা দ্রুত ভবন থেকে বেরিয়ে আসেন।

অনেক স্বজনকে সেখানে চিকিৎসার জন্য আসা রোগীকে কোলে করে নিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়।