ঢাকা হিমের চাদরে ঢাকা

ঠান্ডা কমাতে পোষা কুকুরের গায়ে প্লাস্টিকের বস্তা মুড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল বিকেলে  রাজধানীর নাখালপাড়ায়।  ছবি: হাসান রাজা
ঠান্ডা কমাতে পোষা কুকুরের গায়ে প্লাস্টিকের বস্তা মুড়িয়ে দেওয়া হচ্ছে। গতকাল বিকেলে রাজধানীর নাখালপাড়ায়। ছবি: হাসান রাজা

আসি আসি করেও শীত আসছিল না। যেই না শীত এসে হিহি হিমের ঝাঁপিটা খুলেছে, অমনি কাঁপতে কাঁপতে সবাই শীতবুড়িকে বলছে—যাও যাও, রক্ষা করো! ঢাকা এখন হিমের চাদরে ঢাকা। আবহাওয়া অধিদপ্তর বলেছে, শীতের তীব্রতা বেড়েছে।

আজ শনিবার সকাল পৌনে ৯টায় আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, রাজধানী ঢাকায় আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবার ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে সারা দেশে বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য বেড়েছে। গতকাল চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪। আজ সেই রেকর্ডে নাম লিখিয়েছে যশোর জেলা। দক্ষিণ–পশ্চিম অঞ্চলের এই জেলায় এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা জানান, দেশে উত্তর–পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কাল রোববার থেকে শীতের তীব্রতা কিছুটা কমতে পারে।