ঢাকায় ওয়ার্ডে ওয়ার্ডে হবে মিনি ফায়ার স্টেশন

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম
ছবি : প্রথম আলো

রাজধানীতে অনেক সরু রাস্তা আছে। এসব এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে পারে না। আবার ফায়ার স্টেশনগুলো দূরে হওয়ায় গাড়ি আসতে অনেক সময় লেগে যায়। এতে দ্রুত অগ্নিনির্বাপণ ও ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় না।

এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে মিনি ফায়ার স্টেশন স্থাপন করার কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। প্রাথমিকভাবে উত্তর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ডে উত্তর মিনি ফায়ার সার্ভিস কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

আজ সকালে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এসট্রাপ পিটারসন স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। উত্তর সিটির ৩৬টি ওয়ার্ডে ফায়ার সার্ভিস কার্যক্রমে যে লোকবল কাজ করবে, তাদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে ডেনমার্ক। আর মিনি স্টেশন নির্মাণের জন্য ৮৫ শতাংশ অর্থায়ন করবে ডেনমার্ক। মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ডেনমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় ডেনমার্ক সরকারের বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন রাষ্ট্রদূত। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (তৃতীয় পর্যায়) এবং পদ্মা-যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এই প্রকল্পে ডেনমার্ক অর্থায়ন করছে। ঢাকা ওয়াসার অধীনে এসব প্রকল্পে ডেনমার্ক আরও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে মন্ত্রী জানান।