করোনা আক্রান্তের অর্ধেকই ঢাকায়, বেশি টোলারবাগে

ঢাকা মহানগরে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা আজ রোববার সকাল পর্যন্ত ছিল ৩২৩ জন। এ পর্যন্ত মহানগরের ৭৬টি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সবশেষ তথ্য অনুযায়ী ঢাকায় এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে টোলারবাগে। এই সংখ্যা এখন ১৯–এ দাঁড়িয়েছে। এর বাইরে উত্তরায় শনাক্ত রোগীর সংখ্যা ১৭, ওয়ারীতে ১৬, ধানমন্ডিতে ১৪, লালবাগে ১৩, মোহাম্মদপুর ও বাসাবোতে ১২, যাত্রাবাড়ীতে ১১ ও মিরপুর–১১–তে ১০ জন রোগী শনাক্ত হয়েছে। মিরপুর–১২–তে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৮।

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ঢাকার ৫২টি জায়গা লকডাউন করা হয়েছে। আইইডিসিআর জানায়, আজ পর্যন্ত দেশের ১৯ জেলায় সম্পূর্ণ লকডাউন করা হয়েছে। জেলাগুলো হলো শেরপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, কক্সবাজার, গাজীপুর, গাইবান্ধা, খুলনা, কিশোরগঞ্জ, নোয়াখালী, জামালপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, সাতক্ষীরা, রংপুর, পিরোজপুর, চাঁদপুর, নরসিংদী ও শরীয়তপুর। এর বাইরে আংশিক লকডাউন জারি আছে আরও ১৬টি জেলায়।