ঢাকায় নারীসহ চার মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজধানীতে গ্রেপ্তার হওয়া চার মাদক বিক্রেতা
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও কারওয়ান বাজার থেকে নারীসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুপুর সোয়া ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, সকাল সাতটা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান শুরু হয়। তাঁদের কাছে মো. মনির হোসেন নামের একজন ইয়াবা বিক্রেতার খবর ছিল।

সকালে তাঁকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মানিক মিয়া নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। বিকেলে আবারও অভিযান হওয়ার কথা রয়েছে।

এর বাইরে পৃথক আরেকটি অভিযানে কারওয়ান বাজারের রেলওয়ে বস্তি থেকে ফিরোজা বেগম (৪০) ও বিলকিস (২১) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাওয়া গেছে গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ঢাকার বেশ কিছু জায়গা মাদকের চিহ্নিত আখড়া হিসেবে পরিচিত। তাঁরা এই আখড়াগুলো তুলে দিতে চান। এরই অংশ হিসেবে অভিযান পরিচালিত হলো। এই অভিযান চলবে।