ঢাকায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

রাজধানী ঢাকার পল্টন থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় মাসুদ রানা (৩৩) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ বলছে, নিহত মাসুদ রানা ইয়াবা মামলার আসামি ছিলেন। থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক জানান, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তাঁর বন্ধু মমিনকে (৩৬) গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ। তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুদ রানা অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়।

অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১১টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত উপকমিশনার এনামুল হক আরও জানান, মাসুদ রানা ও তাঁর বন্ধু মমিনের বিরুদ্ধে পল্টন থানায় একটি করে মাদক মামলা রয়েছে। মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।