ঢাকায় হেফাজতের আরও এক নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

হেফাজতে ইসলামের আরও এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁর নাম শরিফউল্লাহ। তিনি ঢাকা মহানগর হেফাজত ইসলামের সহসাংগঠনিক সম্পাদক। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঢাকায় হওয়া মামলায় হেফাজতের দুই নেতাকে গ্রেপ্তার করা হলো।

ডিবির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার জসিম উদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে হমলা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় মামলা হয়। ওই মামলায় শরিফউল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করা হয়। তাঁকে রিমান্ডে চাওয়া হবে।

এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র আজিজুল হককে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। সাত দিনের রিমান্ডের আজ ছিল প্রথম দিন। ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা মামলায় আজিজুল হককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ঢাকার ডিবি পুলিশ।