ঢাবি এলাকায় রিকশাচালক দগ্ধ

প্রথম আলো ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের মাস্টারদা সূর্যসেন হল ও হাজী মুহম্মদ মুহসীন হলের মধ্যবর্তী একটি জায়গা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একজন রিকশাচালককে উদ্ধার করা হয়েছে৷ তবে কীভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন, তা জানা যায়নি৷

আজ শনিবার বিকেলে এই ঘটনা ঘটে৷ পরে সাড়ে পাঁচটার দিকে ওই রিকশাচালককে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। দগ্ধ ব্যক্তির নাম মো. ফারুক৷

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঠিক কীভাবে এ আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে৷