ঢাবি গ্রন্থাগারের পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পেছন থেকে আজ বুধবার দুপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের সহযোগিতায় মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম৷

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকাসংলগ্ন গ্রন্থাগারের পেছনে শিশুর মরদেহটি কয়েক দিন ধরে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের এক সদস্য জানান, দুপুরে গ্রন্থাগারের পেছনে গিয়ে তাঁরা নবজাতকের মরদেহটি দেখতে পান। তখনই তাঁরা বিষয়টি শাহবাগ থানা-পুলিশ ও প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানান। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায়৷

এ বিষয়ে এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘এটি খুবই দুঃখজনক ও অমানবিক একটি ঘটনা। নবজাতকটি ছিল ছেলে। পাঁচ-ছয় দিন আগে মরদেহটি কেউ ফেলে গিয়েছে বলে আমরা ধারণা করছি৷ পুলিশকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে৷’