ঢাবি চিকিৎসা অনুষদের পরীক্ষাবিষয়ক কার্যক্রম অনলাইনে নিতে এল অ্যাপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চিকিৎসা অনুষদভুক্ত সব মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের পরীক্ষাবিষয়ক যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে ‘সিএমসি’ নামে একটি ব্যবস্থাপনা সফটওয়্যার চালু করা হয়েছে৷

রোববার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান৷ এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাসুদ কামাল ও পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী উপস্থিত ছিলেন৷

এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর ফরম পূরণ, প্রবেশপত্র দেওয়া, রোল শিট পাঠানো, ব্যক্তিগত তথ্য সম্পাদন, ফল প্রকাশ, ট্রান্সক্রিপ্ট দেওয়া, প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া, শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করা যাবে৷

অ্যাপটি উদ্বোধনের সময় উপাচার্য মো. আখতারুজ্জামান বলেছেন, এই সফটওয়্যারের মাধ্যমে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়৷ এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহি আরও বৃদ্ধি পাবে৷ বিশ্ববিদ্যালয়ের যে ক্ষেত্র এখনো পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ার আওতায় আসেনি, সেগুলোও পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের মধ্যে আনার কাজ চলছে।