ঢাবিতে উন্নয়ন ফি প্রত্যাহার করতে ছাত্রলীগের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার করাসহ তিন দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ। সংগঠনটি মনে করে, বিদ্যমান বাস্তবতা ও চলমান সংকটে উন্নয়ন ফি নেওয়া শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী।

আজ বুধবার সকালে উপাচার্য মো. আখতারুজ্জামানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

ছাত্রলীগের অন্য দুই দাবি হলো উন্নয়ন ফি-সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও নীতিমালা হওয়ার আগপর্যন্ত আগামী বছর থেকে উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানো। স্মারকলিপিতে ছাত্রলীগ বলেছে, করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সহপাঠ্য কার্যক্রম পরিচালনা সম্ভব না হওয়ায় এ বছর উন্নয়ন ফি নেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়।