তিন কৃতীকে সম্মাননা জানাল কক্সবাজার সমিতি

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের তিন কৃতী সন্তানকে সম্মাননা জানিয়েছে ঢাকার কক্সবাজার জেলাবাসীদের সংগঠন কক্সবাজার সমিতি, ঢাকা। তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল মাওলা এবং ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।

গত শুক্রবার ঢাকার অদূরে বেরাইদের ঠিকানা রিসোর্টে পারিবারিক মিলনমেলার আয়োজন করে কক্সবাজার সমিতি। ‘বন্ধনে কক্সবাজার’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সদস্য ও ঢাকায় কক্সবাজারের বিশিষ্টজনেরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফল ড্র, কার্নিভ্যালসহ নানা আয়োজন ছিল।

অনুষ্ঠান উদ্বোধন করেন সমিতির সভাপতি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। হেলালুদ্দীন আহমদ সমিতির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে সাবেক সাংসদ মোহাম্মদ সহিদুজ্জামান, ফখরুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার সমিতি গত এক বছরে বিভিন্ন মানুষকে আর্থিক সহায়তা দেওয়া, কক্সবাজার সদর হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন থেরাপি মেশিন দেওয়া, ব্লাড ক্যানসারে আক্রান্ত কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র সাউদ সোরাইনকে আর্থিক সহায়তা দেওয়াসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। বিজ্ঞপ্তি