দাউদকান্দিতে বাসে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু

১১ মার্চ সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন লাগে
ফাইল ছবি: প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দিতে বাসে আগুন লেগে দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ব্যক্তির নাম শামসুন্নাহার বেগম। তাঁর বয়স ৬৫ বছর। তিনি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে বলেন, শামসুন্নাহারের শরীরের ২৩ শতাংশ পুড়েছিল। তাঁর শ্বাসনালিও পুড়ে যায়।

বাসে আগুনের এই ঘটনায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো। শামসুন্নাহারের আগে ১৫ মার্চ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলামুর রহমান (৭৫) নামের এক ব্যক্তি।

১১ মার্চ সন্ধ্যার দিকে দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন লাগে। মতলব এক্সপ্রেস নামের বাসটি ঢাকা থেকে মতলব যাচ্ছিল।

বাসে আগুনে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁরা হলেন দাউদকান্দির তিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৭০) এবং বনুয়াকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাফিন (৪)।