দুর্জয়ের মৃত্যু: ঢাকা মেডিকেলে চলছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া, থানার পথে মা–বাবা

বাসচাপায় নিহত শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় বাসচাপায় নিহত এসএসসির ফলপ্রত্যাশী শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসচাপায় ছেলের মৃত্যুর আইনি প্রতিকারে রামপুরা থানায় যাচ্ছেন দুর্জয়ের মা রাশেদা বেগম ও বাবা আবদুর রহমান।

দুর্জয়ের মরদেহ গ্রহণের জন্য ঢাকা মেডিকেলে আছে ভগ্নিপতির ভাই মো. বাদশাসহ স্বজনদের কয়েকজন। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বাদশা প্রথম আলোকে জানান, মরদেহ হস্তান্তর করতে আরও কিছু সময় লাগবে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আজ বেলা ১১টা ৫০ মিনিটে প্রথম আলোকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুর্জয়ের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। দুর্জয়ের বাবা অচেতন হয়ে পড়েছিলেন, এখন সুস্থ। পুলিশের গাড়িতে এখন তিনি ও দুর্জয়ের মা রামপুরা থানায় আসছেন।

গতকাল সোমবার রাতে পূর্ব রামপুরার তিতাস রোডের বাসায় যাওয়ার পথে দুই বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে দুর্জয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।