নকল ওষুধ বিক্রির অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর কোতোয়ালি থানার মিটফোর্ড হাসপাতাল এলাকায় দেশি-বিদেশি ব্র্যান্ডের লেবেল লাগানো নকল ওষুধ ও ক্রিম বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল শনিবার ডিবির লালবাগ বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফয়সাল আহমেদ, সুমন চন্দ্র মল্লিক ও মো. লিটন গাজী।

তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি জানাতে আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি।

সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহায়তায় মিটফোর্ডের সুরেশ্বরী মেডিসিন প্লাজা ও হাজী রনি মেডিসিন মার্কেটের নিচতলার তিনটি ওষুধের দোকান ও চারটি গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে নকল, নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া এই ধরনের ক্রিমও পাওয়া যায়।

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নানা কৌশলে সারা দেশে নকল ও নিষিদ্ধ ওষুধ ছড়িয়ে দিচ্ছিলেন। এ ধরনের তৎপরতা রোধে অভিযান চলমান থাকবে।