নতুনবাজার বস্তির আগুনে আহত ২ জন বার্ন ইনস্টিটিউটে ভর্তি

আগুনে পুড়ে গেছে দোকানপাটসহ ঘরবাড়ি। সব হারিয়ে কাঁদছেন রানু বেগম (বাঁয়ে) ও তাঁর এক স্বজন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টায় রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে
ছবি: জাহিদুল করিম

রাজধানীর কল্যাণপুর এলাকার নতুনবাজার বস্তির আগুনে দুজন আহত হয়েছেন। আহত দুজন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন বলে মিরপুর মডেল থানা সূত্র জানিয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টা ৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। নেভে রাত ২টার পর। আজ শনিবার সকালে ফায়ার সার্ভিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন আজ সকালে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভে রাত ২টা ৫ মিনিটে।  

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শুক্রবার রাতে রাজধানীর কল্যাণপুর নতুন বাজার বস্তিতে
ছবি: জাহিদুল করিম

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন আজ সকাল সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, আগুনে বস্তির ৮৪টি ঘর পুড়ে গেছে বলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাহফুজ রিবেন বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসেরও দুই কর্মী সামান্য আহত হয়েছেন।

আগুনের সূত্রপাত কীভাবে সে ব্যাপারে মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বজলার রহমান প্রথম আলোকে গত রাতে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নতুনবাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির কিছু ঘর আগুনে পুড়ে গেছে।

এসআই বজলার রহমান জানান, নতুন বাজার বস্তিতে দুই হাজারের বেশি পরিবার বসবাস করেন।