নিখোঁজ চিকিৎসককে গ্রেপ্তার দেখাল র‍্যাব

প্রতীকী ছবি

মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে নিখোঁজ চিকিৎসক মো. লোকমান হোসেনকে (সাফফিন) গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি, ওই চিকিৎসক জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন, বাংলাদেশের সদস্য। আজ সোমবার ভোরে তাঁকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে কর্নেল আশিক বিল্লাহ প্রথম আলোকে বলেন, বরিশালের মুলাদীতে গত বছরের ২১ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। চিকিৎসক লোকমান হোসেন ওই মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে গ্রেপ্তারের পর বরিশালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই চিকিৎসক সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছিলেন। তাঁর তত্ত্বাবধায়ক হাসপাতালের সার্জারি ইউনিট-২ এর চিকিৎসক অমিত দে প্রথম আলোকে বলেন, তিনি সপ্তাহখানেক ধরে হাসপাতালে আসছিলেন না। পারিবারিক কাজে ব্যস্ত থাকায় ছুটি নিয়েছিলেন। লোকমানের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ আছে বলে তিনি জানেন না। তাঁর আচার-আচরণেও কখনো অস্বাভাবিকতা হাসপাতালের কারও চোখে পড়েনি।

এদিকে ওই চিকিৎসকের স্বজনেরা বলেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে র‍্যাব পরিচয়ে একদল লোক তুলে নিয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে পরিচয় দিলেও তাঁদের গায়ে ছিল সাদা পোশাক।

তাঁদের জানা মতে, লোকমান হোসেনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, কোনো জঙ্গি সংগঠনের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল না।
গ্রেপ্তার চিকিৎসকের বাবা, ভাইও চিকিৎসক।