নিখোঁজ সেই ছাত্রীকে খুঁজে বের করার দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার হওয়া নিখোঁজ সেই ছাত্রীকে খুঁজে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ। ছাত্রীটি এই সংগঠনের একজন সংগঠক ছিলেন। একই অভিযোগে সংগঠনটি থেকেও তাঁকে বহিষ্কার করা হয়।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বকর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার বিষয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হলেও পাঁচ দিন ধরে সে নিখোঁজ রয়েছে।

এমতাবস্থায় তাঁর কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। তাঁর সন্ধান ও অভিযোগ বিষয়ে তাঁর বক্তব্য না পাওয়া পর্যন্ত তাঁর ওপর সাময়িক বহিষ্কারাদেশ বহাল থাকবে।’

অবিলম্বে তাঁকে খুঁজে আইনের আওতায় আনার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়, একটি স্বাধীন দেশের নাগরিক থানায় যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দায়ভার প্রশাসন এড়াতে পারে না।

আরও পড়ুন