পদচারী-সেতু ব্যবহার না করলে কাউন্সেলিং

>পদচারী–সেতু ব্যবহার না করে রাস্তা দিয়ে পার হতো যাওয়া পথচারীদের বোঝাচ্ছেন পুলিশ সদস্যরা। তাঁদের অনুরোধ করছেন, কিছুক্ষণ বসতে হবে ট্রাফিক বক্সে। শুনতে হবে সচেতনতামূলক বিশেষ কাউন্সেলিং। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট মোড়ে দেখা গেল তেজগাঁও ট্রাফিক জোন পশ্চিম বিভাগের আয়োজনে এই বিশেষ কর্মসূচির। তরুণ, তরুণী, শিক্ষার্থী ও বয়স্ক পথচারীদের দেখা যায় বসে এই কাউন্সেলিং শুনছেন। তাঁদের দেওয়া হয় ট্রাফিক আইনসংবলিত লিফলেটও। ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মনজুর মোরসেদ সকাল থেকে কয়েকটি সেশনের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালনা করেন।
দল বেঁধে রাস্তা পার হচ্ছিলেন তাঁরা। দুই পুলিশ সদস্য এগিয়ে এসে তাঁদের কাউন্সেলিং শোনার জন্য অনুরোধ করেন
দল বেঁধে রাস্তা পার হচ্ছিলেন তাঁরা। দুই পুলিশ সদস্য এগিয়ে এসে তাঁদের কাউন্সেলিং শোনার জন্য অনুরোধ করেন
অসচেতন পথচারীদের দলে স্কুলের শিক্ষার্থীদেরও দেখা যায়
অসচেতন পথচারীদের দলে স্কুলের শিক্ষার্থীদেরও দেখা যায়
তরুণ-তরুণীরাও ছিলেন এ দলে
তরুণ-তরুণীরাও ছিলেন এ দলে
স্কুলফেরত দুই সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক অভিভাবক
স্কুলফেরত দুই সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক অভিভাবক
সড়ক বিভাজকের মধ্যে এক ট্রাফিকছাউনিতে তাঁদের সবাইকে বসিয়ে এ কাউন্সেলিং করানো হয়
সড়ক বিভাজকের মধ্যে এক ট্রাফিকছাউনিতে তাঁদের সবাইকে বসিয়ে এ কাউন্সেলিং করানো হয়
পদচারী–সেতু ব্যবহার করানোর মতো বিভিন্ন ট্রাফিক আইন সম্পর্কে জানানো হয়
পদচারী–সেতু ব্যবহার করানোর মতো বিভিন্ন ট্রাফিক আইন সম্পর্কে জানানো হয়