পরীক্ষার দাবিতে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে আজিমপুরমুখী সড়ক অবরোধ করেছেন
ছবি: প্রথম আলো

স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত থেকে আজিমপুরমুখী সড়ক অবরোধ করেন। এ কারণে এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা আবার চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তাহলে তাঁদের পরীক্ষা নিতেও কোনো সমস্যা থাকার কথা নয়।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষের পরীক্ষা আজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনির এক ঘোষণার পরিপ্রেক্ষিতে এই পরীক্ষা স্থগিত করা হয়।

গত সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে জানান, বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে আগামী ২৪ মে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে নানা স্লোগান দিচ্ছেন। স্লোগানে স্লোগানে তাঁরা বলছেন, ‘উনিশ সালের পরীক্ষা, একুশে ধোঁয়াশা’, ‘ঘোষিত পরীক্ষা বাতিল হতে দেব না’, ‘দাবি মোদের একটাই, পরীক্ষা ছাড়া উপায় নাই’।

কলেজের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা বলেন, ‘আমরা এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছি। আমরা পরীক্ষা দিতে চাই। অন্যদের পরীক্ষা নেওয়া হচ্ছে; তাই আমাদেরও পরীক্ষা নিতে হবে।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, হল বন্ধ থাকায় অনেকে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাসা ভাড়া করেন। কিন্তু এখন পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁরা চরম হতাশার মধ্যে আছেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ইতিমধ্যে দেখা করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ ইসমাত রুমিনা। তিনি শিক্ষার্থীদের বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।