পল্লবী থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার

খুন
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার মাঠ থেকে আজ বৃহস্পতিবার সকালে দুলাল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। তাঁর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা দুলাল হোসেনকে (৫০) ছুরিকাঘাতে হত্যা করেছে।
পুলিশের পল্লবী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ কামাল আজ প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ইস্টার্ন হাউজিংয়ের মাঠ থেকে দুলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়। পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়।

ওই ছুরি দিয়েই দুলালকে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুলাল হোসেনের পেটে, নাকে ও মুখে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা কামাল বলেন, লাশের পকেট থেকে পাওয়া একটি মুঠোফোন নম্বরে তাঁর স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দুলাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তাঁর বাড়ি শরীয়তপুরের নড়িয়া বলে জানা গেছে। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন।