পানিনিষ্কাশন নালায় বিস্ফোরণ, রাস্তায় ফাটল

পানিনিষ্কাশন নালায় জমা গ্যাসের বিস্ফোরণে ফেটে গেছে রাস্তা। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাসংলগ্ন সড়কে। ছবি: সাবিনা ইয়াসমিন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাসংলগ্ন একটি রাস্তায় সিটি করপোরেশনের পানিনিষ্কাশন নালায় জমা গ্যাসের বিস্ফোরণ ঘটেছে। এতে নালায় থাকা কংক্রিটের একটি ঢাকনা (স্ল্যাব) সরে গেছে এবং রাস্তায় চিড় ধরেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে একটি বিকট শব্দ শোনা যায়। প্রথমে গ্যাসলাইনের বিস্ফোরণ মনে করেছিলেন তাঁরা। পরে খোঁজ নিয়ে দেখেন, আদাবর থানাসংলগ্ন একটি রাস্তাটির একটি স্ল্যাব উঠে গেছে। এ বিস্ফোরণের ফলে রাস্তাটির স্ল্যাবের দুই পাশে সাত-আট ফুট এলাকায় ফাটল ধরেছে।

পানিনিষ্কাশন নালায় জমা গ্যাসের বিস্ফোরণে ফেটে গেছে রাস্তা। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাসংলগ্ন সড়কে
ছবি: সাবিনা ইয়াসমিন

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, পানিনিষ্কাশন নালার গ্যাস জমে গিয়ে বিস্ফোরিত হয়েছে। রাস্তা ফেটে গেছে। সিটি করপোরেশনের লোকজন এসে কাজ করছেন। এখন ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যখন বিস্ফোরণ ঘটে, তখন কেউ সেখানে ছিলেন না। তাই কেউ হতাহত হননি বলেও তিনি জানান।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫–এর সহকারী প্রকৌশলী শফিউল আলম বলেন, পানিনিষ্কাশন নালায় তৈরি গ্যাসের বিস্ফোরণে এমনটা হয়েছে। পানিনিষ্কাশন নালার গ্যাস কেন বের হতে পারছে না, বিষয়টি কাল বৃহস্পতিবার জানা যাবে।