পানির দাবিতে শেওড়াপাড়ায় সড়কে বিক্ষোভ

পানির দাবিতে শেওড়াপাড়ার সড়কে বিক্ষোভকারীরা
ছবি: রাকিব হাসান

পানির দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন পূর্ব শেওড়াপাড়ার বিক্ষুব্ধ অধিবাসীরা।

আজ রোববার সকাল ৯টার দিকে পূর্ব শেওড়াপাড়ার অধিবাসীরা সড়ক অবরোধ করেন।

পানির দাবিতে শেওড়াপাড়ার সড়কে বিক্ষোভকারীরা
ছবি: রাকিব হাসান

বিক্ষোভকারীরা মিরপুর থেকে ফার্মগেটের দিকে যাওয়ার সড়কে অবস্থান নেন। ফলে শেওড়াপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। যানজটে ভোগান্তিতে পড়েন অফিসগামী নগরবাসী।

ঘণ্টাখানেক সড়কে অবস্থান করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।

বিক্ষোভে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা কলসসহ পানি রাখার নানা পাত্র নিয়ে বিক্ষোভে যোগ দেন।

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ‘পানি নাই, পানি চাই’। তাঁরা মাইকে তাঁদের দাবির কথা জানান।

পানির দাবিতে শেওড়াপাড়ার সড়কে বিক্ষোভকারীরা
ছবি: রাকিব হাসান

বিক্ষোভকারীদের ভাষ্য, তাঁরা পূর্ব শেওড়াপাড়ায় থাকেন। অনেক দিন ধরে তাঁরা পানির সমস্যায় আছেন। তাঁরা পানি পান না। এ বিষয়ে তাঁরা একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু পানি সমস্যার কোনো সমাধান হয়নি।

বিক্ষোভে অংশ নেওয়া আহমেদ জিয়া নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পানির কষ্টে আছি। সমাধান না পেয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। পানির সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

মিরপুরের শ্যাওড়াপাড়ার যে অঞ্চলে পানির দাবিতে বিক্ষোভ চলছে সেটি ঢাকা ওয়াসার মডস–১০ জোনের মধ্যে পড়েছে। এ অঞ্চলের প্রকৌশলী আশরাফুল হাবীবের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটু পরে কথা বলছি।