পুনর্দখল ঠেকাতে তুরাগতীরে উচ্ছেদ অভিযান চলছে

রাজধানীর তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। আজ বেলা সাড়ে ১১টায় গাবতলীতে
ছবি: প্রথম আলো

পুনর্দখল ঠেকাতে গাবতলী-আমিনবাজার সেতুর নিচে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হয়েছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল। উপস্থিত আছেন ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রক কর্মকর্তা গুলজার আলী, বিআইডব্লিটিএর উপপরিচালক এহতেশামুল হক, সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্যের উপস্থিতিতে অভিযান চলছে।

অভিযানে এখন পর্যন্ত বড় কোনো স্থাপনা ভাঙা হয়নি। অস্থায়ীভাবে নির্মিত অন্তত ৩০টি টিনের ঘর ভাঙা হয়েছে।

বিআইডব্লিটিএর সহকারী পরিচালক রেজাউল করিম জানান, গাবতলী সেতুর নিচে থেকে মোহাম্মদপুরের দিকে গাবতলী ল্যান্ডিং স্টেশনের দিকে আজকের অভিযান পরিচালনা করা হবে।

গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ঢাকার চারপাশের নদ-নদীর তীরে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছিল বিআইডব্লিটিএ। অভিযান শেষে নদীর তীরে সৌন্দর্যবর্ধনে একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে, যা এখনো চলছে।