পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিনের ফ্যাক্টরিতে অভিযান

পুরান ঢাকায় পলিথিন কারাখানায় অভিযান।
হাসান রাজা

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় নিষিদ্ধ পলিথিনের ফ্যাক্টরি ও গুদামে অভিযান শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর একটায় চকবাজার এলাকায় দেবীদাস ঘাট লেনে পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব যৌথভাবে এই অভিযান চালাচ্ছে।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ অবৈধ পলিথিন উৎপাদনের কারখানাতে তারা অভিযান চালাচ্ছেন।

পুরান ঢাকায় নিষিদ্ধ পলিথিনের ফ্যাক্টরিতে অভিযানে র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর।
হাসান রাজা

অভিযানে বিপুল সংখ্যক র‌্যাব সদস্য উপস্থিত রয়েছেন। আছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও।