পুলিশ–বিজিবির ওপর হামলা করে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাদের: সিটিটিসি

মোহাম্মদপুরের বসিলা থেকে সিটিটিসির ইনভেস্টিগেশন বিভাগ আনসার আল ইসলামের চারজনকে গ্রেপ্তার করে

আনসার আল ইসলামের চার সদস্যকে আফগানিস্তানে যাওয়ার প্রস্তুতিকালে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তার তরুণেরা ঢাকায় পুলিশ ও বিজিবির ওপর হামলা চালিয়ে দেশ ছাড়ার পরিকল্পনা করছিল বলে জানিয়েছে পুলিশ।

সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান আজ রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের বসিলা থেকে সিটিটিসির ইনভেস্টিগেশন বিভাগ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জসিমুল ইসলাম ওরফে জ্যাক বেসরকারি বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি ও মো. সজীব ইখতিয়ার সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী। অন্য দুজনের একজন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মারকাজুস সুন্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মো. আবদুল মুকিত ও  অন্যজন আল হিদায়া ইসলামিক ইনস্টিটিউটের ছাত্র মো. আমিনুল হক। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি ব্যাগ, একটি চাপাতি, পাঁচটি স্মার্ট ফোন ও দুটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ভাষ্য জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যে তাঁদের দলের কয়েকজন দেশ ছেড়েছেন।

সিটিটিসির আসাদুজ্জামান আরও বলেন, ঢাকায় পুলিশ ও বিজিবির ওপর হামলা চালিয়ে দেশ ছাড়ার পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা কয়েকটি জায়গায় রেকিও করেছে। সম্প্রতি এই তরুণেরা সিলেটের কোতোয়ালি থানার একটি আবাসিক হোটেলে হামলা করে হোটেল ব্যবস্থাপককে আহত করে পালিয়ে যায়। তাঁরা সায়েন্স প্রজেক্ট নামে টেলিগ্রামে একটি গ্রুপ তৈরি করেছে। অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে বিস্ফোরক প্রস্তুতের চেষ্টা ছিল তাঁদের। গ্রেপ্তারকৃত তরুণদের বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে বলেও তিনি জানান।

পুলিশ জানায়, এই তরুণদের আনসার আল ইসলামে ভিড়িয়েছেন সংগঠনটির দায়িত্বশীল বা মাসুল ফরিদ ওরফে তারিক ও আবদুল্লাহ। তাঁরা সামাজিক যোগাযোগ অ্যাপস এর মেসেঞ্জার চ্যাটগ্রুপ ও ব্যক্তিগত যোগাযোগে নিষিদ্ধ এই সংগঠনে যুক্ত হওয়ার আমন্ত্রণ পায়।

তলোয়ার নিয়ে জাতীয় সংসদ ভবনে হামলার পরিকল্পনার দায়ে গ্রেপ্তার আবু সাকিব ও তাতে উসকানি দেওয়ার অভিযোগে উগ্রবাদী বক্তা আলী হাসান ওসামাকে গ্রেপ্তারের তিন দিনের মাথায় এই চারজনকে গ্রেপ্তার করল সিটিটিসি।

আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সিটি ও পেন্টাগনে হামলার ২০ বছর পূর্তির আগেই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এই পরিস্থিতিতে, বাংলাদেশের তরুণদের একটি অংশ আফগানিস্তানে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন সিটিটিসির কর্মকর্তারা। এর আগে আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধের সময়ও বাংলাদেশ থেকে মাদ্রাসা ছাত্ররা যোগ দিয়েছিল। তাঁদের একটি অংশ দেশে ফিরে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ, বাংলাদেশ- হুজি, বি গঠন করে।