পুলিশের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ এক শিক্ষার্থীর

কয়েক দিন ধরে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয়ে কর্মসূচি পালন করছেন
ছবি: প্রথম আলো

রাজধানীর রামপুরায় আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, তাঁর গায়ে পুলিশ হাত তুলেছে। তাঁর গলায় চাপ দিয়ে পুলিশ বলেছে, ‘তোকে রিমান্ডে নেওয়া হবে।’

রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ইমন হোসেন আজ শুক্রবার দুপুরের দিকে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

আজ বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন
ছবি: আশরাফুল আলম

নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে আজও বেলা ১১টার দিকে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন।

আন্দোলনে অংশ নেওয়া ইমন হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাইদা পরিবহনের একটি বাসের কাগজপত্র যাচাই করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশ আমার গায়ে হাত তুলেছে।’

ইমন হোসেন আরও বলেন, তাঁর গলায় চাপ দিয়ে পুলিশ বলেছে, ‘রাস্তার পাশে চল, তোকে রিমান্ডে নেওয়া হবে।’

এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে শিক্ষার্থীদের শান্ত করেন।

অভিযোগ প্রসঙ্গে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রমযান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে, তা সঠিক নয়।’

নিরাপদ সড়কসহ ১১ দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেন
ছবি: আশরাফুল আলম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গত ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। তার পর থেকে নিরাপদ সড়ক, অর্ধেক ভাড়াসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয় পরিবহন মালিক সমিতি।

আরও পড়ুন