পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঢাবিতে মৌন প্রতিবাদ

কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় মৌন প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আজ বৃহস্পতিবার বিকেলে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে মূলত ছাত্রলীগের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে মুখে কালো কাপড় বেঁধে ওই হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনার বিচার দাবি করেন তাঁরা।

মৌন প্রতিবাদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক এস এম রাকিব সিরাজীসহ কয়েক শ নেতা-কর্মী অংশ নেন। ঘণ্টাখানেক চলে এই কর্মসূচি।