প্রকল্প পরিচালককে দুদকে তলব

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনাকাটায় ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের অংশ হিসেবে ওই প্রকল্পের পরিচালককে তলব করেছে সংস্থাটি।

দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের পরিচালক কৃষ্ণ কুমার পালকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

স্বাস্থ্য খাতে দুর্নীতি অনুসন্ধানে গঠিত দুদকের বিশেষ দলের দলনেতা ও সংস্থার উপপরিচালক সামছুল আলম আজ মঙ্গলবার তাঁকে তলব করে চিঠি দিয়েছেন। কৃষ্ণ কুমার পালকে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।