ফটোসাংবাদিক শফিকুল ইসলামের জামিন নাকচ

শফিকুল ইসলাম
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সহকারী কমিশনার ফরিদ আহমেদ।

এর আগে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন নাকচ করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
সাংসদ সাইফুজ্জমান শিখর সাংবাদিক কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর কামরাঙ্গীর চর ও হাজারীবাগ থানায় যুব মহিলা লীগের দুই নেত্রী আলাদাভাবে আরও দুটি মামলা করেন একই আইনে।

এ বছরের ১০ মার্চ থেকে টানা ৫৩ দিন নিখোঁজ ছিলেন শফিকুল। বেনাপোল থেকে আটকের পর থেকে শফিকুল ইসলাম কারাগারে আছেন।