ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, দুই পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ অভিযোগে সূত্রাপুর থানার দুই সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পল্টন থানা–পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম। অন্য দুই ব্যক্তি হলেন ফরহাদ হোসেন ও হাসিব হাসান। পুলিশের মতিঝিল বিভাগের দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের লালবাগ বিভাগের একজন কর্মকর্তা জানান, ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলা সম্ভব নয়।’

পুলিশ সূত্র জানায়, নাজমুল হক নামের এক ব্যক্তি অভিযোগ করেন, ১৪ জুন রাতে তাঁর শান্তিনগরের বাসায় দুই ব্যক্তি গিয়ে ডিবি পুলিশ সদস্য পরিচয় দেন। তাঁরা বাসার আলমারি, বিছানাসহ বিভিন্ন জায়গা ওলট–পালট করেন। তাঁদের একজন পকেট থেকে ইয়াবা বড়ির প্যাকেট টেবিলে রেখে বলেন, তিনি (নাজমুল) ইয়াবা ব্যবসা করেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন। উপায় না দেখে তিনি ৫৫ হাজার টাকা দেন।

নাজমুলের বরাত দিয়ে পুলিশ জানায়, টাকা পাওয়ার পর ডিবি পরিচয়দানকারী ব্যক্তি নাজমুলের মোবাইল থেকে ফরহাদ নামের এক ব্যক্তিকে বাসায় ডেকে আনেন। ফরহাদ তাঁর পূর্বপরিচিত। পুলিশ পরিচয়দানকারীরা বলেন, ফরহাদের মোটরসাইকেল তাঁরা নিয়ে যাবেন। এক লাখ টাকা দিয়ে সেটি ফিরিয়ে আনতে হবে। পরে তাঁরা চলে যান। ঘটনার দুদিন পর ফরহাদ তাঁর সঙ্গে হাসিব হাসান নামের এক ব্যক্তিকে নিয়ে তাঁর বাসায় আসেন। তাঁরা টাকা দিতে চাপ দেন। টাকা না পেলে ডিবি পুলিশ মোটরসাইকেল ফেরত দেবে না বলেও জানান। পরে নাজমুল জানতে পারেন, টাকা আদায় করতে ফরহাদ ও হাসিব হাসান মিলে পুলিশ সদস্য পরিচয়দানকারী দুজনকে নিয়ে নাটক সাজিয়েছেন।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, এ ঘটনায় সোমবার পল্টন থানায় মামলা করেন নাজমুল। মামলা দায়েরের পর ফরহাদ ও হাসিবকে গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, ডিবি পরিচয়দানকারী দুই পুলিশ সদস্য হলেন এসআই রহমত উল্লাহ এবং এএসআই রফিকুল ইসলাম। পরে তাঁদেরও গ্রেপ্তার করা হয়।